অসমে ভোট এলেই বিজেপির বাঙালী প্রেম জেগে ওঠে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

প্রধানমন্ত্রীর মতো অসমের মুখ্যমন্ত্রীও বাঙালীদের ধাপ্পা দিয়ে চলেছেন৷ অসমে লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতিশ্রুতি ৬ মাসের মধ্যেই অসমে ডি-ভোটার সমস্যার সমাধান হবে৷ অসমবাসী বাঙালীরা এটাকে মুখ্যমন্ত্রীর ধাপ্পা বলেই উড়িয়ে দিচ্ছে৷ ২০১৪ সালে স্বয়ং নরেন্দ্রমোদি অসমে ভোট-প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে অসমের সমস্ত  ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হবে৷ দুবছর পরে বিধানসভা নির্বাচনেও অসমে বিজেপি জয়লাভ করে৷ অসমে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও একটা ডিটেনশন ক্যাম্প ও ভাঙা হয়নি, গোয়ালপাড়ায় তৈরী হয়েছে বিশ্বের বৃহত্তম ডিটেনশন ক্যাম্প৷ ডি-ভোটার নিয়ে হিমন্তর প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রীর মতোই অসার ভোট প্রচার মাত্র৷ অসম মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলে ক্যা, এন.আর.সি ডিলিমিটেশন, ফরেনার্স ট্রাইবুনালের নামে বাঙালীদের উপর অত্যাচার চলছেই৷ অথচ ভোট এলেই বিজেপি নেতারা বাঙালী প্রেমে গদ গদ হয়ে ওঠেন৷ অসমের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির কো-চেয়ারম্যান ও আমরা বাঙালীর অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন বিজেপির বাঙলা প্রেমের পুরোটাই ধাপ্পা৷ বাঙালী বিদ্বেষী মেঘালয়ে ক্যা বিরোধীতার নামে অনুপজাতির হত্যার দোষীদের বিচার চেয়ে দিল্লীতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে স্মারকপত্র দেন শ্রীপুরকায়স্থ ৷ তিনি মেঘালয়ের সন্ত্রাস সৃষ্টিকারী সংঘটনগুলি নিষিদ্ধ ঘোষনার দাবী করেন৷