বাঙলার গ্রামীণ খেলাধূলা হারিয়ে যাচ্ছে

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

গ্রামে-গঞ্জে এক টুকরো চিলতে জায়গায় কবাডি খেলা একসময় বেশ জনপ্রিয় ছিল৷ খেলোয়াড় হবার লক্ষ্য নিয়ে নয়, সকলে মিলে বিকেলে খেলার মাধ্যমে শরীর চর্চার এই কবাডি এখন আর প্রায় দেখাই যায় না৷ যেমন দেখা যায় না ভলিবল খেলা৷ যে জায়গায় এই খেলাগুলো হ’ত সেখানে হয়তো জনাকয়েক তরুণ-তরুণী গল্প করছে, অথবা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত৷ অনেক জায়গায় হয়তো একসময় টেবিল টেনিস হতো সেখানেও দেখা যাবে একই অবস্থা৷ তাই প্রশ্ণ জাগে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে খেলাধূলা ব্যাপারটা হয়তো গুরুত্বহীন হয়ে পড়ছে---যা আগামী দিনের যুবসমাজের কাছে ভাল খবর নয়৷