বার্সেলোনা ছাড়তে চলেছেন মেসি

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

বায়ার্নের কাছে হারের পরে প্রমাণ হয়ে গিয়েছে  আগের সেই দিন আর ফিরে আসার নয়, অর্থাৎ বার্সেলোনার ফেলে আসা দিনগুলোকে ফিরিয়ে আনা সম্ভব নয় জাভি-ইনিয়েস্তার মতো মাঠ ঝলসানো বার্সেলোনা ছাড়তে চাইছেন মেসি

বার্সেলোনাকে মেসি জানিয়ে দিয়েছে, এই গ্রীষ্মেই তিনি ক্লাব ছাড়তে চাইছেন  ক্লাব ভালো দল তৈরি করবে এমন কোন পরিকল্পনা থাকলে সিদ্ধান্ত বদলালেও বদলাতে পারে মেসি,

এদিকে বার্সার বিপর্যয়ের পরে দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন কোচ সেতিয়ান বার্সার প্রেসিডেন্ট বার্র্তেমিউই ইঙ্গিত দিয়েছিলেন আগামী কয়েকদিনের মধ্যেই ক্যাটালান ক্লাবে পরিবর্তন হবে বার্র্তেমিউ এদিন জানান সেতিয়ানকে বরখাস্ত করা হয়েছে তাঁর জায়গায় হয়তো দেখা যাবে প্রাক্তন ডাচ ফুটবলার  রোনাল্ড কোম্যানকে সম্ভবত জানা যাচ্ছে ২০২১ সালে মেসি বার্সেলোনা ছাড়তে পারেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিধস্ত হওয়ার পর মেসি নিজের মানসিক দিক থেকে আর মেনে নিতে পারছেন না এই কারণে তিনি স্থির করেই ফেলেছেন যে তিনি বার্সেলোনা ছাড়বেন