বিপ্লবের অপমৃত্যু

লেখক
কবি রামদাস বিশ্বাস

আজ আমার মনে কিছু লেখার মত মন নেই৷

বুকের ভেতর একটা ব্যথাতুর মন,

একটা যন্ত্রণাকাতর আমি আর

এক পৃথিবী বুভুক্ষু মানুষ৷

অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কোনটাই

এদের নেই৷

অথচ

পৃথিবীর এক ভাগ ধনী লোক এই মানুষগুলোকে

খেদিয়ে নিয়ে বেড়াচ্ছে৷

আর তাদের ড্যাস টিপে ড্যাস বের করে

চেটে চেটে খেয়ে চলেছে৷

আমি ভেবে অবাক হই নিরানববইটি মানুষ মিলে

একটি লোককে মারতে পারে না৷৷

ওই পাঁচটি জিনিসের একটা  জিনিসও যদি

আজ ওদের হাতে থাকত

তবে এক হুঙ্কারেই ওই একটি লোক

মরা তো দূরের কথা ভস্ম হয়ে যেত৷

পৃথিবীতে বিপ্লব এনেছে

মধ্যবিত্ত ঘরের শিক্ষিত ছেলেরা৷

আজ তাদের শিক্ষা কেড়ে নিয়ে

ওই একভাগ লোক৷

শিক্ষা নেই বলে তাদের ঘরে

বাকী চারটি জিনিসও নেই---তার আজ নিঃস্ব৷

সেই নিঃস্ব মানুষগুলোর চোখের সামনে তুলে ধরেছে

তুলে ধরেছে নগ্ণ বিজ্ঞাপ, অশ্লীল সিনেমা সিরিয়াল

সমাজের বুকে ছড়িয়ে দিয়েছে ব্রাউন সুগার৷

নেশায় বঁুদ হয় যুবসমাজ দিশাহারা

অসহায় পিতামাতার বুকে ব্যথার পাষাণ

আর আমি অথর্ব কবি সুড়সুড়ি দেওয়া কবিগান গেয়ে চলেছি৷

তোমরা কেউ আমার মাথায় একটা

হাতুড়ি মারতে পারো?

দেখতে পাবে হেরোইনের ধোঁয়ায় আমার

মাথার ঘিলু কালো হয়ে গেছে৷