বন্ধে সমর্থন অসম ‘আমরা বাঙালী’র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই ডিসেম্বর ‘আমরা বাঙালী’র অসম রাজ্য সচিব সাধনপুরকায়স্থ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান---ভারতের বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার সংখ্যাতত্ত্বকে সামনে রেখে রাজশক্তিকে ব্যবহার করে একটার পর একটা জনবিরোধী আইন তৈরী করে ভারতের ঐতিহ্য, প্রাকৃতিক ও সামাজিক, অর্থনৈতিক ভারসাম্যকে ভূলুন্ঠিত করে চলেছে৷ তার মধ্যে অন্যতম কৃষিবিল ও অত্যাবশ্যকীয় বিল৷ এই বিলটি কৃষক ও সাধারণ নাগরিকদের পরিপন্থী৷ এই বিলের আইনে পরিণত হওয়ায় বাজারে সকল দ্রব্যে মূল্য সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে৷ সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে৷ এই বিলটি কৃষকদের হাতে কৃষি জমির অধিকার থাকলেও শশ্য ক্রয় বা বিক্রয়ের কোন নিয়ন্ত্রণ কৃষকদের হাতে থাকবে না৷ সেই অধিকারটি তুলে দেওয়া হয়েছে বহুজাতিক সংস্থার হতে৷ মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউটে বলেছেন কৃষককে বাঁচাতে হলে কৃষি কেন্দ্র করে কৃষি সহায়ক শিল্প ও কৃষি ভিত্তিক শিল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক উন্নত করা সম্ভব৷ কৃষি ও কৃষকদের স্বার্থে জনবিরোধী কৃষি আইন বাতিল করতে  গত ৮ই ডিসেম্বর সারা ভারতের কৃষকদের ডাকা ভারত বন্ধকে ‘আমরা বাঙালী’ পূর্ণ সমর্থন জানিয়েছে৷