বর্ধমান ষ্টেশনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত  থেকে পিছিয়ে গেল কেন্দ্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বর্ধমান ষ্টেশনের নাম পরিবর্তন করে বাংলার আর এক সুসন্তান বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক৷ সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ হতেই বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে৷ ‘আমরা বাঙালী’ সংঘটনও গত ২৬শে জুলাই বর্ধমান ষ্টেশনে বিক্ষোভ দেখায় ও নাম পরিবর্তনের প্রতিবাদে ষ্টেশন ম্যানেজারের মাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রককে একটি স্মারকপত্র দেন৷ ‘আমরা বাঙালী’র বক্তব্য বিপ্লবী বটুকেশ্বর দত্তকে সম্মান জানাবার আরও অনেক পথ রয়েছে৷ কিন্তু বর্ধমান নামের সঙ্গে বাংলার এক গৌরবোজ্জ্বল অতীত জড়িয়ে আছে৷ বর্ধমান নামটি এসেছে জৈন ধর্মের মহান গুরু বর্ধমান মহাবীরের নাম থেকে৷ বর্ধমানের আগে নাম ছিল আস্তিকনগর৷ এখন বর্ধমান ষ্টেশনের নাম পাল্টে বটুকেশ্বর দত্তের নামে হলে বাংলার অতীত ইতিহাস হারিয়ে যাবে৷ তাই আমরা বাঙালী ষ্টেশনের নাম পরিবর্তনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়৷

আমরা বাঙালীর প্রতিবাাদ কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের টনক নড়ে৷ তাঁরা সিদ্ধান্ত নেন বর্ধমান ষ্টেশনের নাম অপরিবর্তিতই থাকবে৷