বৃক্ষরোপণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ প্রচারক সংঘের শাখা সংঘটন পিক্যাপ Prevention of cruelty to animal and plants, international) এর উদ্যোগে ও শহর সংলগ্ণ ফড়িং ডাঙা এলাকায়  অবস্থিত জীয়ন মার্শাল গাঁওতা ক্লাবের সহযোগিতায় আজ ১৯শে জুলাই (রবিবার) সকাল সাড়ে ৯টায় বৃক্ষরোপণ ও ফল গাছের চারা প্রদান কর্মসূচি পালিত হয় বৃক্ষরোপণ এর উদ্দেশ্যে সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আচার্য নিত্য তীর্থানন্দ অবধূত এলাকার দুই বাসিন্দা সোনালী মাণ্ডি ও নয়ন মুর্মূর বাড়িতে নারকেল ও পেয়ারা গাছের চারা রোপণ করা হয় বাকি ৪৮ জন অধিবাসীর হাতে নারকেল, কলা লিচু, সবেদা, আম,নেবু, কাঁটাল ইত্যাদি ফলগাছের চারা তুলে দেওয়া হয় ক্লাব সম্পাদক অসিত হেমব্রম, সুকুমার মুর্মু ছাড়াও অন্যান্য সদস্য গণ অনুষ্ঠানটিকে সফল করে তুলতে যথেষ্ট সাহায্য করেন পিক্যাপ এর পক্ষ থেকে নব কুমার সাউ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য রাজেশ ব্রহ্মচারী, অসীম কুমার পাল, সুকেশ পলমল, দিলীপকুমার পাল, পিন্টু সাধু, ছন্দশ্রী ও চয়নিকা সাউ প্রমুখ।

---মেদিনীপুর থেকে বিশ্বদেব মুখাজী