বৃষ্টির দিন

লেখক
জয়তী দেবনাথ (অষ্টম শ্রেণী)

আজ সারা দিন ধরে

               বৃষ্টি শুধুই ঝরে,

তার নাই কোনও অবসর

               সে শুধুই ঝরে ঝরঝর৷

 

দিন-রাত্রি শুধুই ঝরে বৃষ্টি

               প্রকৃতির এ-কী অপরূপ সৃষ্টি,

গ্রীষ্মের প্রখরতা গেল চলে

               বরষার স্নিগ্দতায় মুগ্দ সকলে৷

 

খাল-বিল-নদী-নালা-স্থলে

               যেথা দেখি পরিপূর্ণ জলে,

কর্মহীন অবসরে বদ্ধ ঘরে

               নিঝুম রাত্রি নামে দিনে-দুপুরে৷

 

গ্রীষ্মের খরতাপে যখন পোড়ায়

               বিধাতার কৃপাবারি তখন ঝরায়,

আকাশে কালো মেঘ ঢেকে সারা দিন

               অবিরাম বৃষ্টি ঝরে রিমঝিম৷