ব্যাট হাতে ব্যর্থ ভারত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বিদেশের মাটিতে ভারতের পারফরম্যান্স ভাল হয়৷ ভারতীয় দল নিজেদের সহজাত ক্রিকেটটাই তুলে ধরতে পারেনি৷ নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে  যেভাবে সহজাত ভাবে খেলাটাই তুলে ধরেনি৷ দুটো ইনিংসেই ম্লান দেখিয়েছে বিরাট কোহালিদের৷ নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে  ব্যাটিং গুটিয়ে রাখার জন্য হারতে হয়েছে ভারতকে৷ বাউন্ডারি মারার একাধিক বল ছেড়ে দিয়েছে ভারতীয় ব্যাটস্ম্যানরা৷ একটা দারুণ বলে  উইকেট গিয়েছে ভারতের৷ এইভাবে মোটেই ভারত খেলে না কিন্তু সেই ম্যাচে এমনটা ঘটতে  বহু ক্রীড়া সমালোচক এবিষয়ে বিভিন্ন সমালোচনা করেছেন৷

ভারতীয় ব্যাটিং লাইনে আপে ছিল কোহালি, পূজারা, রাহানেদের মতো তারকা ব্যাটস্ম্যান৷ দুটো ইনিংসের একটিতেও ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি ভারত৷ প্রথম ইনিংসে কোহালিরা করেন ১৬৫ রান৷ দ্বিতীয় ইনিংসে ১৯১৷ কিউইদের আক্রমণের কাছে একটু অসহায় লাগছিল কোহালি-পূজারাদের

 তাহলে কোথায় ভুল হয়ে গেল ভারতের? কিভাবে সেই ভূল সংশোধনের ব্যবস্থা বা কিরূপ রণনীতি নিতে পারতেন কোহালিরা তার জন্য সমালোচকরা মনে করে, যে প্রথম ইনিংসে ভারত আক্রমণের রাস্তা নিতে, হতাশা জনক ব্যাটিং  ও বোলিং করেছে৷ এই উইকেটে সফল হতে পারত উমেশ যাদব৷ এই ভুলটাই করে ফেলেছিল ভারত৷ তার খেসারত দিতে হয়েছে বেসিন রিজার্ভে৷