ভাল আছে কলকাতা

সংবাদদাতা
পি.এন.এ .
সময়

কেন্দ্রীয় শাসক দলের নেতা নেত্রীরা যতই বাঙলা ও পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করুক, কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য ও বিভিন্ন বেসরকারী সংস্থার সমীক্ষা বাঙলার প্রশংসাই করে৷ সম্প্রতি লকডাউন চলাকালীন গত ২৩শে মার্চ থেকে দেশের ১৬টি শহরে অনুসন্ধান চালায় ব্র্যাণ্ড অ্যানালিটিক্স সংস্থা৷  সংস্থার সমীক্ষায় জানা যায় ওই সময়ে মানুষের মানসিক অবস্থা কেমন ছিল৷ সমীক্ষায় ধরা পড়ে দিল্লী ও গুয়াহাটীর মানুষ সবথেকে বেশী দুশ্চিন্তাগ্রস্ত৷ চেন্নাই ও কোচিন খুব ভাল অবস্থায় নেই৷ মানসিক সমীক্ষার সূচকে তুলনামূলকভাবে ভালো আছে হায়দ্রাবাদ, চন্ডীগড়ের মানুষ৷ তবে সবথেকে  কম দুশ্চিন্তায়  আছে কলকাতার মানুষ৷ তাই দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতার  মানুষ  ভাল আছে৷