ভূবনেশ্বর, বুমরাহ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছে

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা মনে করেন ভারতের দুই ওপেনিং পেসার ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহকে খেলতে বিশ্বের অনেক ব্যাটসম্যানই এখন দিশেহারা৷ সাম্প্রতিক ম্যাচগুলোর ফলের পরিসংখ্যানই একথার প্রমাণ দেবে৷ তিনি ভারতের এই দুই বোলারকে ‘ডেথ বোলার’ বলে উল্লেখ করেছেন৷ রোহিত বলেন গত অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের যে সাফল্য এসেছে তার জন্যে ভুবি ও বুমরাহের অবদান অনস্বীকার্য৷ মূলত তাদের আগুনে পেসে বল শট খেলতে পারেনি অষ্ট্রেলিয়ান ব্যাটস্ ম্যানেরা৷ ফলে স্পিনাররা যথেষ্ট সুবিধা পেয়ে গেছে৷ বিপক্ষ ব্যাটসম্যানরা চাপে পড়েছে বারবার৷

নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে সিরিজেও এই দুই পেসারকে খেলতে নিউজিল্যাণ্ড ব্যাটসম্যানদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷

এদিকে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে রোহিত ১৪৭ রান করেছেন৷ অধিনায়ক বিরাট করেন ১১৩ রান৷ কিউই ব্যাটসম্যানরা ভালই রান তাড়া করেছিল৷ শেষ চার ওভারে তাদের দরকার ছিল মাত্র ৩৫ রান৷ ম্যাচ জেতার সম্ভাবনা ছিল ওদেরই৷ কিন্তু বুমরাহর দুরন্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে৷ নিউজিল্যাণ্ডাররা৷ ৬ রানে ম্যাচ জিতে নেয় ভারত৷ এরকমই প্রতিটি ম্যাচে হয় ভূবনেশ্বর নয় বুমরাহ ভাল পারফরম্যান্স দেখিয়েছে৷