গোরু নিয়ে রাজনীতি এখন তুঙ্গে

সংবাদদাতা
পিএনএ
সময়

বাজারে গবাদি পশু বেচাকেনার ওপর মোদী সরকারের ফরমান জারীর প্রথম বিরোধিতা করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এর বিরুদ্ধে সরব হতে চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতোপূর্বেই এই ফরমানের বিরোধিতা করেছেন মমতা বক্তব্য, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অনৈতিক। তাছাড়া এ বিষয়টি রাজ্যের অন্তর্ভুক্ত ফলে এতে যুক্তরাষ্ট্রীয় রীতি লঙ্ঘিত হচ্ছে।

অন্যদিকে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা একটি মামলার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন, নেপাল হিন্দু রাষ্ট্র তারা গোরুকে জাতীয় পশু বলে ঘোষণা করেছে। এদেশেও গোরুকে জাতীয় পশু বলে মান্যতা দেওয়া হোক। এ ব্যাপারে রাজ্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, গোরু পবিত্র জীব, গোরুর ঐশ্বরিক ক্ষমতা আছে।

এদিকে মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রের গবাদি পশু কেনাবেচা সংক্রান্ত ফরমানের ওপর এক মাসের জন্যে স্থগিতাদেশ জারি করেছে ও কেন এই নির্দেশিকা বাতিল করে দেওয়া যাবে না--- কেন্দ্রের কাছে তার ব্যাখা চাওয়া হয়েছে।