হুগলী জেলার তারকেশ্বরে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মৎসব পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৯ই এপ্রিল হুগলী জেলার তারকেশ্বর আনন্দমার্গ স্কুলে পাঞ্চজন্য-এর পরে গুরুদেবের জন্মলগ্ণে সকাল ৬-০৭ মিনিটে  উলুধবনি, শঙ্খধবনি  দিয়ে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মোৎসব উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী অখন্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজা, স্বাধ্যায়ের পর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সম্পর্কে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন  শ্রী শিবশঙ্কর পাল ও অন্যান্যরা৷

এছাড়াও, বালিপুর  ও  চাঁপাডাঙ্গা আনন্দমার্গ স্কুলে মার্গগুরুর জন্মোৎসব উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী অখন্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন হয়৷ কীর্ত্তনশেষে গুরুপূজা ও স্বাধ্যায় পাঠ করার পরে গুরুদেব শ্রীশ্রী  আনন্দমূর্ত্তিজীর ও আনন্দমার্গ দর্শনের ওপর বক্তব্য  রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত (ডি.এস. হুগলী)