জেলায় জেলায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

দীঘা ঃ গত ৪ ও ৫ই মে,২০১৮ পূর্ব মেদিনীপুরের  দীঘায় মার্গগুরু ভবন ‘মধুকলাপে’২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রথম দিন দুপুর ২টায় প্রভাত সঙ্গীতের মধ্য দিয়ে  অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ এরপর বিকেল ৩টে থেকে পরের দিন বিকেল ৩টে পর্যন্ত ২৪ ঘন্টাব্যাপী অখন্ড ‘বাবা নাম কেবলম্’  নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অখন্ড কীর্ত্তনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বহু মার্গী ভাই-বোনেরা অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে প্রতিদিন সকালে দীঘার সমুদ্রসৈকতে আনন্দমার্গীরা নগরকীর্ত্তন  করেন৷

 অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত, সুভাষ পাল,আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত (ডি.এস মেদিনীপুর) প্রমুখ৷

সাইথিয়া ঃ গত ১০ই মে বীরভূমের  সাঁইথিয়া ব্লকের খেড়ুয়া গ্রামে  আনন্দমার্গের জাগৃতিতে (আশ্রমে) ৩ ঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের  অখন্ড কীর্ত্তন  অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন  মানবেন্দ্র ঘোষাল৷ কীর্ত্তনশেষে  আনন্দমার্গের সাধনা ও ভক্তিমাহাত্ম্য সম্বন্ধে বক্তব্য রাখেন অনন্ত মালাকার,  মহাদেব সেন প্রমুখ৷ মার্গগুরুদেবের প্রবচন  থেকে স্বাধ্যায় করে শোনান কেশবচন্দ্র সিন্হা৷

কীর্ত্তনের পর ২০ জন দুঃস্থ মানুষকে  বস্ত্রদান করা হয় ও নারায়ণ সেবার মাধ্যমে  ২০০জন ভক্তকে মধ্যাহ্ণ ভোজনে আপ্যায়িত করা হয়৷