করোনা ব্যবসা!

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

যারা এতদিন এক দেশ এক আইনের সওয়াল করেছেন তারা এখন করোনার টিকা নিয়ে ব্যবসা শুরু করেছে৷ করোনার দ্বিতীয় দফার সংক্রমণে অসার ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী দেশবাসী ও রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন৷

দেশে প্রতিষেধক নিয়ে হাহাকার৷ দৈনিক আক্রান্ত হু-হু করে বাড়ছে৷ রাজ্যে দশহাজার পার করেছে৷ দেশে দৈনিক আক্রান্ত তিনলক্ষের ওপর৷ এরই মধ্যে কেন্দ্র টিকা নিয়ে ব্যবসা শুরু করেছে৷  প্রতিবাদে সরব বিরোধীরা৷ কেন্দ্র যে টিকা ১৫০ টাকায় কিনবে, সিরাম সংস্থার কোভিশিল্ড রাজ্যকে তা কিনতে হবে ৪০০ টাকায় ও বেসরকারী হাসপাতালকে ৬০০ টাকায়৷ একই প্রতিষেধকের তিন রকম দাম নিয়ে বিরোধীরা প্রশ্ণ তুলেছেন৷ তাদের অভিযোগ কিছু পুঁজিপতিকে মুনাফা লোটার সুযোগ করে দিতেই সরকারের বৈষ্যম্যমূলক নীতি৷