করোনা পাঁচালী

লেখক
বিভাংশু মাইতি

করোনা করোনা বলে আতঙ্কিত হয়োনা
পথে এসো, ভুলেও আর বিপথে যেওনা
আহার হোক শুচি-শুদ্ধ ভাবনাচিন্তা শুভ
ভালবাসায় ভরে যাক, জল-স্থল-নভ
নত হোক উদ্ধত যত কালো মাথা
বুঝে যাক সবে আজ ঈশ্বরই ত্রাতা
বাঁচা-মরা সুখ-দুঃখ সবই তাঁর হাতে
তিনিই পারেন আজ পৃথিবী বাঁচাতে
পরা-অপরা দুইজগত সমন্বিত হোক
বিজ্ঞানের শক্তি পাক অধ্যাত্ম-আলোক
দুর্নিবার ভোগে আজ যুক্ত হোক যোগ
ঘুচে যাবে যত ক্লেশ করোনার রোগ
করোনা বলিছে আজ কর-না কর-না
অবাঞ্ছিত কোনোকিছু করো-না
পৃথিবী সবার তরে সকলের ঠাঁই
হিংসার পথে আজ বাঁচার উপায় নাই
বিবেকের সম্প্রয়োগে আলোকের পথে
মানবতা পারে আজ পৃথিবী বাঁচাতে