লুচি-পুরি

লেখক
কবি রামদাস বিশ্বাস

লুচি পুরি দেখে আমার বড্ড লোভ হয়

লালসাতে জিভ দিয়ে ধারা জল বয়,

একশ’ দিনের কাজের পরে দু’টাকা কেজি চাল

রেশন দোকান দিচ্ছে তাই পালটে গেছে হাল৷

কাজ করি না বসে বসে বেশ তো চলে দিন

কাজ না করে করে আমার শক্তি হ’ল ক্ষীণ৷

বিনা কাজে ভাটিখানায় দল বাঁধিয়া ঘুরি

কেমন করে খাবো বল দামী লুচি-পুরি!

শীতের দিনে কড়াইশুঁটির পুরি বড্ড স্বাদু

কি করে আর খাবো বল জানি না তো জাদু৷

কাজ করি না কষ্টে আছি কেউ বোঝে না তা

দেশের অধিকাংশ মানুষ গরীব নেই কো পিতামাতা৷