মানব জন্ম এক বিস্ময়

লেখক
জিজ্ঞাসু

মানুষের জন্ম যেখানেই  হোক, তার একটা বিশেষ  স্বভাব বা বৈশিষ্ট্য নিয়ে সে বেড়ে ওঠে৷  এই পৃথিবীর  সব দেশের সব ভাষার মানুষের  মধ্যেই  একটা বিশাল মিল আছে৷ অন্য প্রাণী থেকে  তার অনেক অমিল৷ মানুষেরও প্রাণ আছে  সে অর্থে  প্রাণী হলেও, অন্য প্রাণীর  তুলনায়  মনের জগতে, প্রশ্ণের  জগতে, যুক্তি বুদ্ধির জগতে, জটিল মনস্তত্ত্বের  জগতে, সূক্ষ্ম অনুভব বা মানবিকতার জগতে  মানুষ অনেক এগিয়ে৷ অন্য প্রাণী এ বিষয়ে  অসহায়৷ আহার, নিদ্রা,  ভয়, সংখ্যাবৃদ্ধি+ অস্তিত্বের  জন্য আক্রমণ ও হত্যা  কিংবা  মৃত্যুবরণ  এতেই  সীমাবদ্ধ প্রাণী জীবন৷ ওই  হল সাধারণভাবে  প্রাণী জীবন৷ ওই হল সাধারণভাবে  প্রাণীধর্ম বা প্রাণধর্ম৷

 হ্যাঁ, মানুষেও ওই গুণ বা ধর্ম আছে, কিন্তু  তাতেই সে সীমাবদ্ধ নয়৷ সীমার বন্ধন মানুষের  অপছন্দ৷ নিয়মের  এক ঘেয়েমি  থেকে সে ছুটি চায়৷ দৈনন্দিন সাংসারিক কর্মজগত থেকেও মাঝে  মধ্যে  সে ছুটি  চায়৷  কুকুর বেড়ালের কোন ছুটির দরকার হয় না৷ মানুষের  অনন্ত জিজ্ঞাসা বাচ্চা থেকেই৷ সব সময় প্রশ্ণ---কী,কোথায়, কেন, কেমন করে?  অনন্ত ‘কেন’ মানব শিশুর মনে৷ বড়দেরও জানার কত না ইচ্ছা! তাই না এত জ্ঞান-বিজ্ঞান, এত সংগীত, চিত্রকলা,নাটক, নৃত্যকলা ও চলচ্চিত্রের জগত,মানুষের জন্মই হয়েছে মন থেকে মানসাতীত চেতনার জগতে একটা ভারসাম্যের  রূপান্তর  আনতে৷  বিস্তারিত অখন্ড চেতনায় মিলে মিশে  অনন্ত হওয়াই মানুষের শেষ পরিণাম৷ এই জন্যেই দেখি, একমাত্র মানুষই সীমা ভাঙার সাহস রাখে , অসীমে হারাতে চায়, অন্য প্রাণী নয়৷ এই জন্য মানুষই ভুল করে, আবার  সেই ভুল সংশোধন করে এগিয়ে যায়৷ মানব জন্ম এক মহাবিস্ময়৷