মার্গীয়বিধিতে বিবাহ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৭শে শ্রাবণ ১৪২৮ (ইং১৩ই আগষ্ট, ২০২১) কলিকাতা নিবাসী শ্রী গোকুল বর্মন ও শ্রীমতি মণিকা বর্মণের প্রথম কন্যা কল্যাণীয়া দীপান্বিতার সহিত রাঁচী নিবাসী ডঃ রঞ্জন কুমার দত্ত ও শ্রীমতি মুনমুন দত্তের পুত্র কল্যাণীয় রত্নদীপের শুভ বিবাহ আনন্দমার্গ চর্র্যচর্য’ বিধিতে সম্পন্ন হয় তিলজলাস্থিত আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রমে৷

এই বিবাহ উপলক্ষ্যে দুই পরিবারের আত্মীয় স্বজন ও বহু গুণী মানুষ আশ্রমে সমবেত হয়েছিলেন৷ প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও ঈশ্বর প্রণিধানের  পর আনন্দমার্গে সমাজশাস্ত্র, আদর্শ ও আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহের  তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ এরপর মূল অনুষ্ঠান শুরু হয়৷ পাত্রপক্ষে বিবাহ পরিচালনার দায়িত্বে ছিলেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও পাত্রী পক্ষে ছিলেন অবধূতিকা আনন্দ করুণা আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমোথেশানন্দ অবধূত৷