মাতৃভাষা দিবস

লেখক
জয়তী দেবনাথ

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ যে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে  এই দিনটিকে রাষ্ট্রসংঘ মাতৃভাষা দিবস ঘোষণা করেছে, ইতিহাসে  এই ধরনের ঘটনা খুবই বিরল৷

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি  মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে যোগ দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকার রাজপথে পাঁচজন যুবক শহীদ  হয়েছিলেন৷ মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন আরো হয়েছে কিন্তু ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঐতিহাসিক ঘটনার অন্য তাৎপর্য আছে৷ মাত্র কয়েক মাস  আগে ধর্মীয় মতবাদ গত বিভেদের কারণে  একই ধর্মীয় মতবাদে বিশ্বাসী দুটি ভিন্ন ভাষার জনগোষ্ঠী দেশ বিভাজন করে একটি নতুন রাষ্ট্রের জন্ম দেয়৷ কিন্তু কয়েক মাসের মধ্যেই ধর্মীয় উন্মাদনা মুছে গিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা অনেক বড় হয়ে দেখা দিল তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালী জনগোষ্ঠীর কাছে৷ সেই আন্দোলনের পরিণতি সেই আন্দোলনের ইতিহাস অনেক চর্র্চ হয়েছে হচ্ছে হবে৷ তবে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিল ইতিহাসে এই ঘটনার দ্বিতীয় নজির আছে বলে আমার জানা নেই৷ দিনটির অন্য গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্রসংঘ কর্তৃক এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা৷

এখন ভাষা সম্পর্কে কয়েকটি কথা বলি

মানুষের অন্তরের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা৷ এখন মনের অন্তর্নিহিত ভাব পৃথিবীর সব মানুষেরই এক৷ যেমন আমার তেষ্টা পেয়েছে৷ এখন আমার অন্তরে  পিপাসার যে অনুভূতি,পৃথিবীর সব মানুষের অনূভূতি একই৷ এই দৃষ্টিতে সব মানুষের ভাষা এক৷ কিন্তু জল হাওয়া ভৌগোলিক পরিবেশে পার্থক্যের জন্য আমাদের শরীরে বাকযন্ত্রে সংরচনাগত পার্থক্য আছে৷ তাই মনের ভাব ব্যক্ত করার সময় ধবনিগত পার্থক্য দেখা যায়৷ ভিন্ন ভিন্ন ভাষার উদ্ভবের কারণ এটাই৷ যেহেতু এই পার্থক্যটা বাইরে থেকে চাপিয়ে দেয়া তত্ত্বের কারণে নয়, শরীর সংরচনাগত কারণে, তাই মানুষ নিজের মনের চিন্তা ভাব নিজের ভাষাতে যতটা সাবলীলভাবে ব্যক্ত করতে পারে অন্যের ভাষায় সেটা পারে না৷ তাই কাউকে  যদি অন্যভাষা ব্যবহার করতে বাধ্য করা হয় তবে তার স্বাভাবিক প্রাণধর্মে আঘাত করবে৷ সে মানসিকভাবে দুর্বল পঙ্গু হয়ে পড়বে৷ এই চেতনা যে মানুষের আছে তার ওপর অন্য ভাষা জোরপূর্ভক চাপাতে এলে সেটা সে কিছুতেই মেনে নেয় না৷ প্রতিবাদে গর্জে ওঠে৷ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি  ইতিহাসে সেই দৃষ্টান্ত রেখে গেছে৷ তাই প্রতিটি মানুষকে তার অন্তরের ভাব প্রকাশে তার স্বাভাবিক ভাষা যা তার মাতৃভাষা তার ব্যবহারের সুযোগ দিতে  হবে৷ তাই পৃথিবীর সকল ভাষাই সমান গুরুত্বপূর্ণ ও সমান শ্রদ্ধার পাত্র৷ আমরা যেমন জীবনের সর্বক্ষেত্রে নিজের মাতৃভাষা ব্যবহার করব, মাতৃভাষাকে মর্যাদা দেবো শ্রদ্ধা করব একইভাবে পৃথিবীর  সকল ভাষাকে শ্রদ্ধা করব মর্যাদা দেবো৷ তবেই প্রতিটি মানুষের অন্তরে প্রকৃত বিশ্বপ্রেম, বিশ্বভাতৃত্ববোধ জেগে উঠবে৷ তবেই আন্তজার্তিক মাতৃভাষা দিবস সার্থক হবে৷ ২১ শের বীর শহীদদের আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে ও পৃথিবীর সকল ভাষার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি৷

(জয়তী দেবনাথ ত্রিপুরার হরিনা গালর্স হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী, আন্তর্র্জতিক মাতৃভাষা দিবসে বত্তৃণতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন)