মেদিনীপুরে শ্রাবণী পূর্ণিমা উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই আগষ্ট মেদিনীপুর কেরাণীটোলা আনন্দমার্গ স্কুলে শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ্যে তিন ঘণ্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ১৯৩৯ সালের এই শ্রাবণী পূর্ণিমাতেই কলকাতার কাশীমিত্র ঘাটে পরম শ্রদ্ধেয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তি দুর্ধর্ষ এক ডাকাত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে প্রথম দীক্ষা দেন৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তি তখন কলিকাতা বিদ্যাসাগর কলেজের ছাত্র৷ নাম শ্রীপ্রভাতরঞ্জন সরকার৷

বিশ্বের নানা প্রান্তের মার্গীরা এই দিনটি দীক্ষা দিবস বা শ্রাবণী পূর্ণিমা উৎসব হিসেবে পালন করে৷ এদিন বিকালে মেদিনীপুর শহরের মার্গী ভাই-বোনরা স্থানীয় আনন্দমার্গ স্কুলের জাগৃতি গৃহে উপস্থিত হন ও অপরাহ্ণ ৩টা থেকে ৬টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন করেন৷ কীর্ত্তন শেষে ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের পর এই দিনটির তাৎপর্যের কথা ব্যাখ্যা করে বলেন বিশিষ্ট আনন্দমার্গী রমেন মাইতি৷