মিলনমেলা

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

আকাশের হৃদয় আছে

বাতাসের প্রাণ আছে৷

তাইতো ভালবাসাবাসি

পাই সবারে কাছাকাছি,

হেসে খেলে চলছি ভবে

বৃহৎ এক অনুভবে

একই আত্মা সবখানে

নাচায় তনুমনপ্রাণে৷

একই জ্যোতির খেলা জানি

প্রাণে প্রাণে তাকেই আমি টানি

চলছি ধরায় ভাবস্রোতে

ধরি তাহায় ছন্দগীতে,

বুঝি সবই মধুর অতি

কাজের তাই নাই বিরতি,

মিলন মেলা তাতেই স্থিতি

তারই ধ্যানে নিত্য মাতি৷

জ্যোতির ধারা সকল প্রাণে

মাতলো সবাই মহাতানে.....

নবীন-প্রবীণ নাই ভেদাভেদ

কারও চিতে নাই কোন খেদ,

আপন মানি সবারে আজ

দেখি সবে বৃহৎ এক রাজ,

সবাতে এক মধুরণন....

তবে কি এ সোণার স্বপন,

রাজার রাজে করি বরণ

ধরি সেই চিত্ত হরণ!