নববই পার হল ডিজেল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পেট্রল আগেই সেঞ্চুরি পেরিয়ে গেছে৷ এবার ডিজেলও কি সেই পথে চলেছে৷ ইতিমধ্যেই ডিজেলের দাম ৯৩ টাকার বেশী হয়ে গেছে৷ যেভাবে প্রায় প্রতিদিনই পেট্রল জাত দ্রব্যের দাম বেড়ে চলেছে, তাতে ডিজেলও সেঞ্চুরি পার করবে যেকোনো সময়৷

বাঙালী ছাত্রযুব সমাজের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস বলেন---দেশের দরিদ্রতম মানুষটিরও ভাগ্য জড়িয়ে রয়েছে পেট্রোলজাত দ্রব্যের দাম ওঠা-নামার সঙ্গে৷ জ্বালানীর দাম বাড়লে, পরিবহন খরচা বাড়বে৷ পরিবহন খরচা বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়বে৷ এই সহজ সত্যটা কি আচ্ছা দিনের সরকার বোঝে না৷ নাকি নির্বাচনে লাগামহীন খরচের টাকার জোগান দিতে এভাবে পেট্রোলজাত দ্রব্যের দাম প্রতিদিন বাড়ানো হচ্ছে৷ অবিলম্বে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাঙালী ছাত্রযুব সমাজ আন্দোলনে নামবে৷