নদীয়া জেলার আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীমের ত্রাণকার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া জেলা আনন্দ মার্গ ইউনিবার্সাল রিলিফ টীমের পক্ষ থেকে লকডাউনের  কারনে নদীয়া জেলার অন্তর্গত গাংনাপুর থানার পাঁচটি গ্রামের পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মধ্যে  ২৮শে এপ্রিল থেকে ৩রা মে ২০২০ পর্যন্ত শুকনা খাবার সাবান প্রভৃতি বিতরন করা হয়।গ্রামগুলি হল' - বালিয়াডাঙ্গা, মন্ডল পুকুরিয়া, চিনাপুকুরিয়া খরেরমাঠ, এরলি তে দুটিগ্রাম । এই ত্রাণ সামগ্রী বিতরনে নেতৃত্ব দিয়েছেন  নদিয়া জেলার আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীমের সদস্য সদস্যা দেবকুমার মন্ডল, হাসিদাস মন্ডল, ওস্থানীয় আশা কর্মী শিপ্রা বৈদ্য। হাসিদাস মন্ডল আর্থিক সহায়তা করেছেন, শিপ্রাবৈদ্য ত্রাণকার্যের জন্যে প্রয়োজনীয় সাবান সরবরাহ করেছেন। নদিয়াজেলা ভুক্তিকমিটির পক্ষ থেকে ও ভুক্তিপ্রধান সর্বশ্রী অনিল বিশ্বাস,মনোরঞ্জন বিশ্বাস,আনন্দ মন্ডল, গোরাচাঁদ দত্ত, বৃন্দাবন বিশ্বাস প্রমুখের যথেষ্ট সহযোগিতায় এই ত্রানকার্য সম্পন্ন হয়।