নদীয়া জেলার কৃষ্ণনগরে মার্গগুরুভবন ‘মধুপর্ণায়’ ৯৮তম জন্মদিন পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর, ঘূর্ণী ঃ গত ২৯শে এপ্রিল ঃ মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৮তম জন্ম তিথি উদ্যাপিত হ’ল নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি হালদারপাড়ার মার্গগুরুভবন ‘মধুপর্ণা’য়, প্রভাত সঙ্গীত, ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তনের পর তাঁর জন্মমূহুর্ত্ত সকাল ৬-০৭ মিনিটে ঊলুধবনি, শঙ্খধবনি ও জয়ধবনির মধ্য দিয়ে উপস্থিত ভক্তবৃন্দ ৯৮টি মোমবাতি প্রজ্জ্বলন তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন৷ মিলিত সাধনা, গুরুপূজার পর আনন্দবাণী পাঠ হয় বাংলা ও ইংরেজীতে৷ প্রাতঃরাশের পরে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, আভা দেব, অনুপ্রিয়া দেব, পূর্ণতা দেবের পরিচালনায় মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা না কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের পর মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায় ও বাণীপাঠ হয়৷ অনুষ্ঠানে আনন্দমার্গের বহুমুখী কর্মযজ্ঞের বিষয়ে বক্তব্য রাখেন সর্বশ্রী গোরাচাঁদ দত্ত, সনৎ মৃধা, মনোরঞ্জন বিশ্বাস ও বৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ অনুষ্ঠানে গোবিন্দ বিশ্বাসের নাতনি, অণুময় বিশ্বাস, ভারতী বিশ্বাসের কন্যার নামকরণ ও অন্নপ্রাশননুষ্ঠান হয়৷  পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা৷ সকলে মিলিতভাবে নবজাতিকার নামকরণ করেন ‘তিষ্যা’৷ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর অসিত সাহা, বিশিষ্ট আইনজীবী অসীম সাহা ও নুপুর সাহা৷ প্রীতিভোজের পর অপরাহ্ণে ধর্মচক্র করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়৷