ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের  ‘ফিনিশার ধোনি---মন্তব্য করলেন অষ্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক --- ইয়ান চ্যাপেল

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

অষ্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল মহেন্দ্র সিং ধোনিকে এখনও বিশ্বের সেরা  ‘ফিনিশার’ বলতে  আপত্তি নেই৷

তাঁর ওয়েব সাইটে লেখা কিছু বক্তব্যের ভিত্তিতে এটাই ধরে নিতে হচ্ছে, তিনি লিখেছেন---‘‘ম্যাচ শেষ করে আসার ব্যাপারে  ধোনির মতো দক্ষতা ও নার্ভের পরিচয়  কেউ দেখাতে পারে নি৷ অনেক সময়ই  আমি ভেবেছিলাম, এবার আর ধোনি  ম্যাচ বার করতে পারবে না৷  অনেক দেরি পর্যন্ত ও অপেক্ষা করেছে৷ কিন্তু আমাকে অবাক করে ও ভুল প্রমাণিত করে গোটা দু’য়েক  বড় শট নিয়ে ও ভারত কে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছে৷’’ ম্যাচ যতই উত্তেজক পরিস্থিতির সৃষ্টি করুক না কেন, ধোনিকে কেউ কখনও উত্তেজিত হতে দেখেন নি৷ চ্যাপেলের মন্তব্য, ‘‘ও বাইরে থেকে যে রকম শান্ত, ভিতর থেকেও তেমনই৷ যেভাবে ও পরিস্থিতির  সঙ্গে  মানিয়ে নিয়ে খেলে যায়, তাতে বোঝা যায় ওর মাথাটা কীভাবে কাজ করে চলেছে৷’’

এছাড়া তিনি এক বিখ্যাত ফিনিশার মাইকেল বেভানের সঙ্গেও  ধোনির তুলনা করেছেন৷  ও  চ্যাপেল বুঝিয়ে দিয়েছেন এঁদের দুজনের মধ্যে সেরা কে?  তিনি বলেছেন, ‘‘বেভান যেখানে ম্যাচ শেষ করত চার মেরে,সেখানে ধোনি ম্যাচ শেষ করে ছয় মেরে৷ রানিং বিটউইন দ্য উইকেট্সের ক্ষেত্রে কে এগিয়ে, এই নিয়ে তর্ক উঠতে পারে৷ মাথায় রাখতে হবে,ধোনি কিন্তু এই ৩৭বছর বয়সেও কারও চেয়ে কম ক্ষিপ্র নয়৷’’

 তাই চ্যাপেলের মতে পরিসংখ্যানের  দিক দিয়ে বিচার করলে ওয়ানডে ক্রিকেটের সেরা ফিনিশার হয়ে বেভানের চেয়ে ধোনিই এগিয়ে থাকবে৷