পাখীর সন্দেশ

লেখক
কৌশিক খাটুয়া

মোরা পাখীগণ ঘুরিয়া ভূবন

ভরেছি অনেক তথ্য,

ছন্দে ছন্দে প্রকাশ করি

যাহা কিছু দেখি সত্য৷

মানুষের মাঝে স্বার্থ, দ্বন্দ্ব,

কোথায় আত্মীয়তা,

বিশ্ব ভ্রমিয়া এসব মোদের

তিক্ত অভিজ্ঞতা৷

মুষ্টিমেয় দানবের হতবুদ্ধিতে

মানুষ নয়কো খুশি,

মানুষের মাঝে গড়ে অবরোধ

ভাগ্যকে কেন দূষি?

বর্ণবিদ্বেষ, শোষন, পীড়ন

নানান দুরভিসন্ধি,

গৃহযুদ্ধের ভয়াবহতায়

মানুষেরা গৃহবন্দি৷

শিক্ষা–স্বাস্থ্য নয়কো সবার

রয়েছে ক্রয়মূল্য,

এহেন সমাজে নারীর মর্যাদা

ভোগ্যপণ্যের তুল্য৷

বিশ্বজুড়িয়া পুঁজিবাদ গড়ে

শোষনের হাতিয়ার,

বিশ্বপিতা কার হাতে দেবেন

এই দুনিয়ার ভার

এখনও সময় রয়েছে মানুষ,

সর্বশ্রেষ্ঠ সৃষ্টি,

একটু দরদ সমাজের লাগি,

পাল্টাও তব দৃষ্টি৷

সুন্দর হোক মানব সমাজ

সুন্দর পরিবেশ,

আমরাও তবে প্রচার করিব

মানবতার সন্দেশ৷