পাঁশকুড়ায় আনন্দমার্গের তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা মে পাঁশকুড়ায় দীপক সাউয়ের বাসভবনে একটি তত্ত্বসভার আয়োজন করা হয়৷ তত্ত্বসভার শুরুতে প্রভাত সঙ্গীত  ও ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন হয়৷ পূর্বমেদিনীপুর জেলার ভুক্তিপ্রধান শ্রী সুভাষপ্রকাশ পাল উক্ত আলোচনা সভায় আদর্শ সমাজ গঠনে আনন্দমার্গের বহুমুখী কর্মযজ্ঞের ওপর বিস্তারিত আলোচনা করেন৷ তিনি বলেন, আদর্শ সমাজ গড়তে গেলে আগে আদর্শ মানুষ প্রয়োজন৷ আর আদর্শ মানুষ হতে গেলে প্রয়োজন নিয়মিত যম-নিয়ম ও অষ্টাঙ্গিক যোগ সাধনার অনুশীলন৷ অষ্টাঙ্গিক যোগ সাধনার দ্বারা মানুষ শারীরিকভাবে সুস্থ হয়, তার মনের বিকাশ ঘটে, মানসিক একাগ্রতা আসে, মন পবিত্র হয় সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও হয়৷ সেই মানুষটি কঠোরভাবে নীতিবাদে প্রতিষ্ঠিত হতে পারে ও নিঃস্বার্থভাবে সমাজসেবা করতে পারে৷