পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বাড়ছেই

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, গত ১২ দিন ধরে অবিরাম৷ বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধিই এর কারণ৷

পুরোনো তথ্য থেকে জানা যায় পাঁচ বছর আগে ২০১৩ সালের সেপ্ঢেম্বরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল পিছু দাম ছিল ১০৮ থেকে ১১০ ডলারের মধ্যে তখন কলকাতায় পেট্রোলের দাম ছিল মিটার পিছু ৮৩.৬৩ টাকা৷ আর ডিজেলের দাম ৫৬.৩৩ টাকা৷

পাঁচ বছর পরে, আন্তর্জাতিক বাজারে অপরিশাধিত তেলের দাম কমে হয়েছে ৬৭.৫০ ডলার৷ আন্তর্জাতিক বাজারে এই মূল্য হ্রাসের ফলে ভারতেও পেট্রোল ডিজেলের মূল্য তুলনামূলকভাবে হ্রাস পাওয়ার কথা৷ কিন্তু না৷

বর্তমানে লিটার প্রতি প্রেট্রোলের মূল্য ৮০.৬১ টাকা৷ আর ডিজেলের দাম লিটার প্রতি ৭১.৪৫ টাকা৷