পরলোকে শ্রীশঙ্কর ঘোষ - মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২২শে মার্চ কলকাতার বিশিষ্ট আনন্দমার্গী শ্রীশঙ্করনাথ ঘোষ পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বৎসর৷ তিনি তাঁর দুই বিবাহিতা কন্যা (সুজাতা ও সুতপা), দুই জামাতা ও নাতি-নাতনীদের রেখে গেছেন৷ আনন্দমার্গীয় বিধিতে নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷

গত ৩১শে জানুয়ারী কলকাতার মাণিকতলায় তাঁর বাসভবনে প্রয়াত শঙ্করদার শ্রাদ্ধানুষ্ঠানও আনন্দমার্গীয় সমাজশাস্ত্র অনুসারে সুসম্পন্ন হয়৷ এই শ্রাদ্ধানুষ্ঠানে প্রয়াতের দুই মেয়ে, জামাতার, আত্মীয়স্বজন আর কলকাতা ও পার্শ্ববতী জেলাসমূহহের বহু আনন্দমার্গী উপস্থিত ছিলেন৷ আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক সন্ন্যাসী ও সন্ন্যাসিনীও শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ সকাল ৯টায় ভক্তিমূলক প্রভাত সঙ্গীত পরিবেশিত হয় ও এরপর বাবা নাম কেবলম্ মহামন্ত্রের অখণ্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷

এরপর মূল শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সত্যশিবানন্দ অবধূত৷ উপস্থিত সবাই পরমপুরুষের চরণে প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করেন, প্রার্থনা করেন প্রয়াতের অমর আত্মা যেন পরমপুরুষের স্নেহময় ক্রোড়ে স্থানলাভ করে শ্বাশত শান্তিলাভ করে৷ শ্রাদ্ধানুষ্ঠানের পর সবার প্রিয় শঙ্করদার স্মৃতিচারণ করেন শ্রীশঙ্কর গঙ্গোপাধ্যায়, বকুল চন্দ্র রায়, বিশ্বনাথ সরকার, সুভাষ মণ্ডল, তপন ভৌমিক, আচার্য কেশবানন্দ অবধূত, আচার্য দেবত্মানন্দ অবধূত, আচার্য সত্যশিবানন্দ অবধূত প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত।