প্রশ্ণের জবাবে পাল্টা প্রশ্ণ করে শিরোণামে মিতালী

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

বলিউডের তারকা থেকে শুরু করে খেলোয়াড় মহল, সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ---সকলেরই স্যালুট এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজকে৷ কারণটা কি? কারণটা

তাঁর ব্যাট-বলে দুর্ধর্ষ পারফরমেন্সের জন্যে নয়, তাঁকে ‘সাবাশ’ বলা হচ্ছে তাঁর ‘ঠোঁটকাটা’ উত্তরের জন্যে৷ কী সেই উত্তর!!

গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়কে সাংবাদিক সম্মেলনে প্রশ্ণ করা হয়---আপনার প্রিয় পুরুষ ক্রিকেটার কে? এই প্রশ্ণের উত্তরে মিতালী পাল্টা প্রশ্ণ ছঁুড়ে দেন---কোন পুরুষ ক্রিকেটারকে ---আপনার ফেভারিট মহিলা ক্রিকেটার কে? প্রশ্ণ করা হয় কি?

আসলে মিতালী বলতে চেয়েছেন পুরুষ ক্রিকেটারদের সঙ্গে মহিলা ক্রিকেটারদের তুলনাই চলে না৷ কারণ বোর্ড ভারতীয় ক্রিকেট বলতে পুরুষ দলকেই বেশী প্রাধান্য দেন৷ পুরুষ ক্রিকেটারদের খেলা বেশী সম্প্রচার করা হয়, মিডিয়াও পুরুষদের ক্রিকেটকে বেশী প্রাধান্য দেয়৷ এই কারণেই মিতালীর সাফ জবাব---যে প্রশ্ণটা একজন মহিলা ক্রিকেটারকে করা হ’ল সেই একই প্রশ্ণ একজন পুরুষ ক্রিকেটারকে করা যাবে কি? আর মিতালীর এই জবাবকে ‘সাবাশ’ বলেছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন৷ এরপর সানিয়া মির্জা, শোভা দে, জ্বালা গাট্টা প্রমুখরা ট্যুইট করে মিতালীকে বাহবা জানিয়েছেন৷ খবর প্রকাশ হতেই সাধারণ মানুষও নানাভাবে মিতালীকে  কুর্নিশ করেছেন ও তাঁকে সাবাশী তথা স্যালুট জানিয়েছেন৷

বর্তমানে ইংল্যাণ্ডে আয়োজিত মহিলা বিশ্বকাপের আসরে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যাণ্ডে রয়েছে৷

গত শনিবার আয়োজক ইংল্যাণ্ডকে ৩৫ রানে হারিয়ে দিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে মিতালী, ঝুলনরা৷ এই লেখা যখন প্রেসে যাচ্ছে তখন ওয়েষ্ট ইণ্ডিজের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ভারত তাদের দ্বিতীয় ম্যাচে নামছে৷

এদিকে ভারতীয় পুরুষ ক্রিকেট দল পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরাজিত হওয়ার পর পরই ভারতীয় কোচ অনিল কুম্বলে কোচের পদ থেকে পদত্যাগ করেছেন৷ কারণ হিসেবে জানা গেছে অধিনায়ক বিরাট ও অন্য কয়েকজন ক্রিকেটারদের খারাপ ব্যবহার তথা চরম অসহযোগিতার জন্যে তাঁকে কোচের পদ ছাড়তে হয়েছে৷ স্বভাবতঃই তির এখন ভারত অধিনায়ক বিরাট কোহলির দিকে৷ শোনা গেছে কোহলি নাকি প্রকাশ্যেই কুম্বলের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন৷ সানি গাভাসকারও কুম্বলেকে ‘ভালো কোচ’ বলেছেন৷

যাই হোক ভারতীয় ক্রিকেটের পুরুষ বা মহিলা সব বিভাগই এখন সংবাদ শিরোণামে৷