ফাঁদ

লেখক
সুকুমার সরকার

দেশ জাতি আর ভাষা কাড়ো

ধর্মে ধর্মে বিভেদ কর৷

কিছুতেই কিছু মানবো না

তোমায় আমরা মানবো না৷

একই ভূগোল এই উপমহাদেশ

মুক্ত নদীর মুক্ত বেণী, মুক্ত কেশ

ভুলবো না ভাই ভুলবো না

তোমায় আমরা মানবো না৷

একই বাতাস একই জল

একই ফুল, ফল ও ফসল

ভুলবো না ভাই ভুলবো না

তোমায় আমরা মানবো না!

ভাত-কাপড়ের নিশ্চয়তা ছেড়ে

মারছো কেবল নিয়মের গিরে

যতই মারো ভুলবো না

তোমায় আমরা মানবো না৷

এন.আর.সি. আর এন.পি.আর-এর কল

নাগরিকত্ব আইনের নামে মৃত্যুর শৃঙ্খল

সাধ করে কেউ পরবো না ভাই পরবো না

তোমায় আমরা মানবো না৷

দরকার হলে সব কাঠামো ভেঙ্গে দেবো

নিয়ম-শৃঙ্খল যত গুঁড়িয়ে দেবো

তবু ভুল আইন মানবো না

তোমায় আমরা মানবো না৷

স্রষ্টার বিধানে কেউ নই পরাধীন

জন্মের দ্বারা সবাই আমরা মুক্ত স্বাধীন

এর বাইরে অন্য কিছু মানবো না

তোমায় আমরা মানবো না৷