রামচন্দ্রপুরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪ ও ৫ই আগষ্ট পশ্চিম মেদিনীপুর জেলার রামচন্দ্রপুরে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ জেলার প্রায় দুই শতাধিক মার্গী ভাইবোন এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷

পরমপুরুষের কাছে প্রাণখুলে আকুতি, আবেগ, উচ্ছ্বাস জানাবার সহজতম রাস্তা হ’ল কীর্ত্তন৷ ভক্তিরসের চরম অবস্থা হ’ল মোহনবিজ্ঞান৷ কীর্ত্তনও তাই মোহনবিজ্ঞানেরই অন্তর্ভুক্ত৷ ১৯৭০ সালে সিদ্ধ অষ্টাক্ষরী মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন প্রবর্ত্তন করেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তি৷

৪ঠা আগষ্ট বিকাল ৩টা থেকে ৫ই আগষ্ট বিকাল ৩টা পর্যন্ত২৪ ঘণ্টা এই ‘বাবানাম কেবলম্’ মহামন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অগনিত ভক্তমণ্ডলীর সমাবেশে জাগতিক সুখ-দুঃখ ভুলে স্বর্গীয় আধ্যাত্মিক পরিবেশে অষ্টপ্রহর উত্তীর্ণ হয়ে যায় উপস্থিত ভক্তমণ্ডলীর৷

কীর্ত্তন ও ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় করেন আচার্য বাসুদেবানন্দ অবভধূত৷ এরপর কীর্ত্তন, সাধনাতত্ত্ব, ভক্তি তত্ত্বের মহত্বকে সুন্দরভাবে উপস্থাপিত করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত তাঁর বক্তব্যে৷ সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন মেদিনীপুরের ডায়োসিস সেক্রেটারী ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷