স্বপ্ন

লেখক
জয়তী দেবনাথ

 

স্বপ্নে ঘেরা মনটা যে 

            মোর বড়োই অভিলাষী

হাজারো রঙের স্বপ্ণ

            শুধুই বুনছে রাশি-রাশি৷

সপ্নে সব বাসা বাঁধে

            মনের আঙিনায়

আর যে শুধুই বায়না ধরে

            আকাশ ছুঁতে চায়৷

কতভাবে বোঝাই তাদের,

             কতই হিসাব কষে

আকাশ যে বড্ড দূরে,

            অচেনা এক দেশে৷৷

বাস্তব বিমুখ মন যে তবু

            শোনে না কোনো বারণ

প্রশ্রয় শুধুই দেয় শখেদের

            কারণে-অকারণ৷

কি করে বোঝাই আমি,

            অবাধ্য মনটারে

না-পাওয়ার সেই স্বপ্নগুলো

            কত্তো আঘাত করে৷

সব ভুলে তবু স্বপ্ন দেখতে

            আজও ভালোবাসি

আঁধার পথে মোর স্বপ্ণগুলোই

            ফোটায়  আলোক রাশি৷৷