শীঘ্রই আনন্দমার্গ গুরুকুল ইয়ূনিবার্সিটি তৈরীর উদ্যোগ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৮ ও ২৯শে জুলাই কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে আনন্দমার্গের গুরুকূল বোর্ডের এক বিশেষ সভার আয়োজন করা হয়৷ এই সভায় ভারতের বিভিন্ন স্থান থেকে ও নেপাল থেকে প্রায় একশত বিশিষ্ট বুদ্ধিজীবী যোগদান করেছিলেন৷ তাদের বেশীরভাগই ছিলেন শিক্ষার বিভিন্ন বিভাগের ডক্টরেট৷ এই সভায় যথাশীঘ্র সম্ভব আনন্দমার্গ গুরুকূল ইয়ূনিবার্সিটি খোলার  সিদ্ধান্ত নেওয়া হয় ও এই জন্যে নয় জনের একটি কমিটিও তৈরী করা হয়৷ এই কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন দিল্লীর জওহরলাল নেহেরু ইয়ূনিবার্সিটির অধ্যাপক ডঃ উত্তম পতি আর আহ্বায়ক হলেন ডঃ এ.কে.ভাস্কর৷