শিক্ষা বিস্তারে আনন্দমার্গ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ডিজিটাল ইন্ডিয়া বলে যতই বাজার গরম হোক, দেশের অধিকাংশ মানুষ এখনও অন্ধবিশ্বাস ও কুসংস্কারে আচ্ছন্ন, সে শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষ৷ অনেক সামাজিক ব্যাধির কারণ এই অশিক্ষা৷ দেশের  বর্তমান সংকটকে শিক্ষার সংকট বললেও অত্যুক্তি হয় না৷

আনন্দমার্গের জীবন দর্শন জগতের কল্যাণ সাধন ও দিব্যস্বরূপে প্রতিষ্ঠিত হওয়া৷ জগতের কল্যাণসাধনে আনন্দমার্গের প্রধান কাজই হল শিক্ষার বিস্তার৷ শুধু বাণিজ্যমুখী শিক্ষা নয়, প্রকৃত মানুষ গড়ার শিক্ষা৷ সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার ব্যাপক বিস্তার ঘটাতে আনন্দমার্গের শিক্ষা বিভাগ প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যালয় গড়ে গরীব  দুঃস্থদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে৷ মানুষ গড়ার কাজটি শিশু বয়স থেকেই করা উচিত৷ তাই আনন্দমার্গের  শিক্ষা বিভাগ প্রাথমিক বিদ্যালয়ের অধিক গুরত্ব দেয়৷

অসমের বরাক উপতক্যায় করিমগঞ্জ জেলার বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রামে গরীব দুঃস্থদের শিক্ষার  সুযোগ করে দিতে একটি সুকল গড়ে তুলেছে বরাক উপতক্যার আনন্দমার্গ শাখা৷ সুকলটির পরিচালনার দায়িত্বে আছেন আচার্য বিবেক ব্রহ্মচারী৷ তাঁকে সহযোগিতা করছেন স্থানীয় আনন্দমার্গের বিভিন্ন ইয়ূনিটের সদস্যরা৷