শিশু কারা

লেখক
অশোক রায়চৌধুরী

‘শিশু কারা? শিশু কারা?

শিশু কাদের বলে ?---

প্রশ্ণ করল একটি শিশু

এ্যাকাডেমীর হল্-এ৷

একটু যেন ভরকে গেলাম

প্রশ্ণ শুণে তার

বলবোটা কী, মুখে আমার

রা ফোটে না আর৷

বললো শিশু মিষ্টি হেসে,

একটু যেন তীব্র শ্লেষে---

‘পারলে নাতো?

তবুও তোমার বুকে শিশু-

সাহিত্যিকের ব্যাজ্

শিশু হ’ল তারাই জেনো,

যাদের মনে

নেই জিলিপির প্যাচ,

মা বলেছেন, মনটা যাদের

আনকোরা ওই

নতুন স্লেটের মতো

জটিলতার আঁকিবুকি,

ঘোর-প্য্যাঁচট্যাচ  নেইকো

অত-শত৷

জেনে রাখো দাদুরা সব

তাকেই শিশু বলে৷’

শিশুর সংজ্ঞা শিশুই দিল

এ্যাডেমীর হল-এ৷