শীতকালে হুগলীতে অ্যামার্টের কম্বল প্রদান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গের রিলিফ টীম অ্যামার্টের হুগলী শাখার পক্ষ থেকে জেলার বিভিন্ন গ্রামে জানুয়ারীর শেষ দিকে প্রায় এক শত কম্বল দুঃস্থ নারী-পুরুষের হাতে তুলে দেওয়া হয়৷ কম্বলগুলি সংগ্রহ করা হয় জেলার প্রবীণ আনন্দমার্গী শঙ্কর ঘোষ মহাশয়ের নিকট থেকে৷ এই কম্বলগুলি প্রদান করা হয় ঝাউবাঁধ, পুরোট, গোবরআড়া, মুশোর, মিলচিতা, চুঁচুড়ার সত্যপীড়তলা প্রভৃতি এলাকায়৷ যাদের ব্যবস্থাপনায় কম্বলপ্রদান কর্মসূচীটি সফল হয় তাঁরা হলেন যথাক্রমে পাঁচু রুইদাস, সরস্বতী কোলে, প্রশান্ত নন্দী, সুশান্ত নন্দী, শান্তনু বাগুই, মানস মণ্ডল, রঞ্জন দে, বাবাই দাস, অমিয় নন্দী প্রমুখ৷ এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন মহাদেব কুণ্ডু, জয়দেব ঘোষ ও ভুক্তিপ্রধান স্নেহময় দত্ত৷ চুঁচুড়ার সত্যপীর তলায় জিএফপি স্কুলের দুঃস্থ ছাত্র-ছাত্রাদের হাতে খাতা-পেনসিল ইত্যাদি লেখন সামগ্রী প্রদান করা হয়৷