সমস্ত দোকানের সাইনবোর্ড বাংলায় লেখার দাবীতে কলকাতায় ‘আমরা বাঙালী’র মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ৩০শে মার্চ ও ৩১শে মার্চ যথাক্রমে উত্তর ও দক্ষিণ কলকাতায় সমস্তBengali signboard দোকানের সাইনবোর্ড বাংলায় লেখার আবেদন জানিয়ে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে দুটি মিছিল বেরোয়৷

 ৩০শে মার্চ উত্তর কলকাতায় ‘আমরা বাঙলী’র কেন্দ্রীয় কার্যালয় ২নং বল্লভ ষ্ট্রীট থেকে ‘আমরা বাঙালীর কর্মী ও সমর্থকরা মিছিল করে ভূপেন বোস এভেনিউ ধরে শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে বিধানসরণী ধরে সোজা বিবেকানন্দ রোড ও বিধানসরণীর মোড়ে বিবেকানন্দের মূর্ত্তির পাদদেশে এসে উপস্থিত হন৷ মিছিলের সঙ্গে আমরা বাঙালীর পক্ষ থেকে প্রচার পত্র বিলি করা হয় ও সাথে সাথে পাটির নেতারা সমস্ত দোকানদারদের সাইনবোর্ড বাংলায় লেখার জন্যে ও সেই সঙ্গে দোকানের ক্যাশমেমো ও অন্যান্য খাতাপত্র বাংলা ভাষায় লেখার জন্যে আবেদন জানান ও এইজন্যে ১লা বৈশাখ পর্যন্ত সময় দেন৷ প্রায় সমস্ত দোকানদারই আমরা বাঙালীর নেতাদের আবেদনে সহমত প্রকাশ করেন৷

অনুরূপভাবে ৩১শে মার্চ যাদবপুর থানা থেকে আমরা বাঙালীর একটি মিছিল ঢাকুরিয়া হয়ে, গড়িয়াহাট হয়ে দেশপ্রিয়পার্ক এসে পৌঁছায়৷ এই এলাকাতেও রাস্তার পাশের সমস্ত দোকানদারদের অনুরূপ আবেদন করা হয়৷

উভয়দিনে শোভাযাত্রা চলাকালীন আমরা বাঙালীর পক্ষ থেকে উক্ত আবেদনের ভিত্তিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়, অনিতা বিশ্বাস, উজ্বল ঘোষ, জয়ন্ত দাস প্রমুখ৷