সময়োচিত কিছু কথা

লেখক
বিশ্বদেব মুখোপাধ্যায়

শারদ উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে বাঙালীর শ্রেষ্ঠ এই উৎসব যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে এবছর অনুষ্ঠিত হতে চলেছে, উৎসব প্রিয় বাঙালী আম জনতার উপরই নির্ভর করছে উৎসব শেষে পশ্চিম বাঙলার পরিস্থিতি কেমন দাঁড়াবে৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্তা, সমাজকর্মী, প্রশাসনের কর্তা ব্যষ্টিগণ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকগণ আতঙ্কিত হয়ে আছেন৷ মাছ ব্যবহারসহ  শারিরীক দুরত্ব বজায় রাখার জন্য জনগণকে দীর্ঘদিন ধরে সতর্ক বার্র্ত দেওয়া হলেও তারা এব্যাপারে সচেতন হচ্ছেন না৷ এই অবস্থায় আমাদের ওপর  অর্র্থৎ সাধারণ মানুষের ওপর অনেকটা নির্ভর করছে  পূজা পরবর্তী অবস্থা কেমন দাঁড়াবে৷

দূর্র্গ পূজাকে কেন্দ্র করে কলকাতাসহ রাজ্যের প্রায় প্রতিটি জেলায় যেভাবে রাস্তায় মানুষের ঢল নামে,এবছর যদি তার ব্যতিক্রম না হয়, তাহলে আমাদের কপালে অশেষ দুঃখ আছে বলেই মনে হচ্ছে৷ এমনিতেই অনেকের মধ্যে মাস্ক ব্যবহারে অনীহা দেখা যাচ্ছে৷ তাছাড়া কিছুদিন যাবৎ যেভাবে রাজনৈতিক সভা মিছিল সমাবেশ হয়েছে তাতেও  সংক্রমণ বৃদ্ধি যে ঘটেছে৷ তা অস্বীকার করার উপায় নেই৷

পূজো হোক কিন্তু এবছরটি কি আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না? পরিবারের সকলের শারীরিক সুস্থতার কথা ভেবে বাঁধভাঙা ভিড়ে এবছর নাই বা গা ভাসালাম৷ অনলাইনে বা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে এবছরটা না হয় বাড়িতে বসেই  প্রতিমা দর্শন করলাম৷  সবাই সুস্থ থাকলে আগামী বছর আমরা আবার আনন্দে গা ভাসাব৷ বাঙালীরা  সারা বছর অপেক্ষা করে থাকে এই সময়টার জন্যে কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন৷ তাই শারদ উৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত মাতামাতি যেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যয়ের মধ্যে না ফেলে দেয়! ফলভোগ করতে হবে আমাদের মতো সাধারণ আম জনতাকেই৷

আসুন আমি আপনি সবাই সতর্ক হয়ে সচেতনতার পরিচয় দিয়ে কঠিন পরিস্থিতিতে এবারে শারদ উৎসব একটু অন্যভাবে কাটাই রাস্তায় অযথা ভিড় না বাড়িয়ে বাড়িতেই পরিবার পরিজনদের নিয়ে আনন্দে মাতি৷ যারা লক ডাউন ও তার পরবর্তী সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে কিভাবে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়ে তুলতে পারি ভাবুন৷ অবশ্য এব্যাপারে বাঙলার অনেক সহৃদয় মানুষ ও সামাজিক সংঘটন  এগিয়ে এসে মানবিকতার পরিচয় দিয়েছেন৷ ধন্যবাদ জানাই তাদেরকে বাঙলার উৎসব প্রিয় মানুষ যেমন আনন্দে আবেগে মাতোয়ারা হয়ে উঠতে পারে  তেমনি সচেতনতার পরিচয় দিয়ে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে৷ বাঙালী যে তা পারে তা প্রমাণ করার সময় এসেছে৷ আমরা পারব না এই চ্যালেঞ্জের মোকাবিলা করে সফল হতে৷