সংগ্রামই হোক জীবনধর্ম

লেখক
প্রভাত খাঁ

(১)

সংগ্রামই যখন জীবন-ধর্ম

             বলে মনে করি

তাই করোনা বাইরাসকে

             মোরা নাহি ডরি ৷

অভীমন্ত্রে দীক্ষা নিয়ে

  এগিয়ে চলো ভাই,

বাঁচার মতো বাঁচতে হবে

  লক্ষ্যভেদে তাই ৷

বিশ্ব মায়ের সন্তান মোরা

  একই মায়ের কোলে

জনম মোদের---তাই অভেদ জ্ঞানে

চলতে হবে ভেদ জ্ঞান ভুলে ৷

 

(২)

 সারা বিশ্ব দূষণের শিকার হয়ে

করোনা বাইরাসে আক্রান্ত ও বিধ্বস্ত ৷

ভ্রষ্টাচারী শাসকগণ সংকীর্ণ স্বার্থে

মারণাস্ত্রের লড়াইয়ে ধরার বুকে ব্যস্ত !

সেই বিষময় ফল এই বাইরাসের স্রষ্টা

তাই তো এই মাটির বুকে

  মহামারির করাল দংষ্ট্রা ।

 

(৩)

 সমাজের বুকে সম্বিত ফেরাতে হবে

  মিলনের মহামন্ত্রে

ঐক্যবদ্ধ হয়ে এক মানব সমাজ গড়ার

  নির্দ্দেশ দেন স্রষ্টা ৷

ধর্মাশ্রয়ী, আদর্শবান

  নীতিবাদীরা এক হয়ে

মানবতা রক্ষায়

  সার্থক করো জীবনটা৷

মানুষের মনে বিশ্বাস জাগাও

  আশার সঞ্চার করো

মানবতাকে সর্বাগ্রে রেখে

  মানব মনকে বড়ো করে গড়ো ৷