তের বছর পর রঞ্জি  ফাইনালে বাংলা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

 দীর্ঘ তের বছর পর বাঙলা ফাইনাল খেলবে রঞ্জি ক্রিকেটে৷ সেটা নিশ্চিত হ’ল গত মঙ্গলবার ইডেনে৷ বাঙলা কর্ণাটককে হারাল ১৭৪ রানে৷ চতুর্থ ইনিংস খেলতে নেমে টার্গেট ছিল ৩৫২ রানের৷ ইডেনের মাটিতে সেই লক্ষ্যে পৌঁছতে দিল না বাঙলার বোলাররা৷ ১৭৭ রানেই প্রতিপক্ষকে শেষ করে দিল মুকেশ, ঈশান, আকাশদীপরা৷ আগামী ৯ মার্চে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে বাঙলা৷

তাই রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা৷ মঙ্গলবার ইডেনে রঞ্জি  সেমিফাইনালে কর্র্নটককে ১৭৪ রানে হারাল অভিমন্যু ঈশ্বরনের দল৷ কর্নাটকের দ্বিতীয় ইনিংস শেষ  হল ১৭৭ রানে৷ মুকেশ কুমার নেন ৬ উইকেট৷ ঈশান পোড়েল ও আকাশদীপ ২টি করে উইকেট নিয়েছেন৷

চতুর্থ ইনিংসে ৩৫২ রান তাড়া করছিল কর্নাটক৷ সোমবার তৃতীয় দিনের শেষে ৩ ইউকেটে ৯৮ তুলেছিল কর্নাটক৷ ফাইনালের পাসপোর্ট পেতে দরকার ছিল ২৫৪ রান৷ মঙ্গল সকালেই কর্ণাটককে জোর ধাক্কা দিতে চেয়েছিল বাংলা শিবির ও সেটাই হলো মুকেশ কুমারের দাপটে হুড়মুড় করে ভেঙে পড়ল কর্ণাটক৷ এদিন সকালে প্রথমেই মণীশ পান্ডেকে ফেরৎ পাঠান মুকেশ৷ ১৭৭ রানে কর্ণাটকের ইনিংস শেষ হতেই বাংলা ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করে৷ আগামী ৯ই মার্চ ফাইনাল খেলা শুরু৷ যোগ্যতম দলই রঞ্জি চ্যাম্পিয়ন হোক---মাঠ ছাড়ার আগে বললেন অভিজ্ঞ কোচ অরুণলাল৷

এদিকে দ্বিতীয় সেমিফাইনলে গুজরাটকে হারিয়ে সৌরাষ্ট্র বাঙলার মুখোমুখী৷ সৌরাষ্ট্র ব্যালেন্সড্ দল৷ ভাল হোকওয়ার্ক করে সৌরাষ্ট্র বাঙলার বিরুদ্ধে নামবে৷ তবে বাঙললাও ফাইনাল জেতার ব্যাপারে বেশ আশাবাদী৷ খেলোয়াড়রা প্রত্যেকেই ছন্দে৷ তাই জমজমাট লড়াই হবে ফাইনালে৷