টেস্টে প্রথম দলের একাধিক ক্রিকেটারকে চোটের কারণে পাবে না ভারত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারতীয় দল এখন প্রায় এক হাসপাতালে রূপান্তরিত হয়েছে৷ কারণ ১৫ই জানুয়ারি থেকে শুরু হবে সিরিজ নির্ণায়ক টেস্ট এখানে দলের একাধিক ক্রিকেটারেরা চোটের কারণে খেলতেই পারবেন না৷ কোভিড সংক্রমণের কারণে নতুন কাউকে দলে আনাও সম্ভব নয়, এত কম সময় কিভাবে সব ব্যবস্থা হবে তা নিয়ে সকলেই খুবই চিন্তিত ক্রিকেটমহলে৷

একের পর এক ক্রিকেটারদের চোটের কারণে ভারতীয় দলের  তালিকা দিন দিন যেন আরও চোটের দিক থেকে দীর্ঘ হচ্ছে৷ গত সোমবার সিডনিতে হনুমা বিহারীর লড়াই দেখেছিল ভারত হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই তিনি যুদ্ধ চালিয়েছিলেন৷ সংবাদ মাধ্যমের সূত্রের জানা গেছে এখন তার চোটের সম্পূর্ণ রিপোর্ট আসেনি৷  তবে গ্রেড ওয়ান টিয়ারও হয়, ২ সপ্তাহের জন্য পাওয়া যাবে না তাঁকে৷ রিহ্যাবের পর কিছুটা সুস্থ হতে  বা পুরোপুরি সুস্থ হতে সময় তো লাগবেই৷

এরপর চোটের কারণে  টেস্টে খেলবেন না রবীন্দ্র জাডেদা৷ সিডনিতে ব্যাট করতে গিয়ে আঙুলে চোট পান তিনি৷ পেইনকিলার ও ইংজেকশন নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলার জন্য প্রস্তুত ছিলেন তিনি৷  তবে রবি ও বিহারীর ইনিংসের জন্য মাঠে নাবতে হয়ে নি তাকে৷  জাডেজার বদলে দলে শার্দুলকে নেওয়া হতে পারে বলে কথা চলছে৷  জাডেজা শুধু চতুর্থ টেস্টই নয় পুরো সিরিজটাই খেলতে পারবেন না৷

এবারে ভারতীয় দলের পেসার যশপ্রীত বুমরাও ১৫ই জানুয়ারির ম্যাচ খেলতে পারবেন না৷ কারণ ফিল্ডিং করার সময় বুমরার পেটে টান লাগে৷ সেই জন্যে ব্রিসবেন টেস্টে নেই তিনি৷ যদিও ইংল্যাণ্ড সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছে বোর্ড৷ বুমরা না থাকায় ভারতীয় দলের পেস এ্যাটাকের নেতৃত্বে থাকবেন মহম্মদ সিরাজ, টেস্টের অভিজ্ঞতা  যাঁর মাত্র ২টি ম্যাচ, সঙ্গে নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর ও টি নটরাজন৷