যা চাই

লেখক
ভবেশ কুমার বসাক

মাঠে মাঠে ফসল নাই

সেখানেতে বৃষ্টি চাই

ফসল যখন প্রাণ পেয়েছে

বৃষ্টি বলুক---এবার যাই৷

স্যাঁতসেতে আর ভিজে-কাদায়

কত মানুষ জীবন কাটায়

সুখ পাখিটা যায় না সেথায়

রোদ্দুর যেন সেথায় পাই৷

দুপুর রোদে চাষী ঘামে

স্বপ্ণ কত চোখের কোণে

অসীম শক্তি যেন আনে

শীতল বাতাস তারই প্রাণে৷

বেশী কিছু চাইছি নাতো

অলীক স্বপন দেখছি নাতো

সয়ে গেলাম দুঃখ ক-ত

আমার মত দুঃখী যত৷

সবার ভালো দেখতে চাই

মন্দ মুখে পড়ুক ছাই

এসো এসো এক সুরে গাই

বাঁচার মত বাঁচতে চাই৷৷