৫ই অক্টোবর শুরু বিশ্বকাপ - মাঠ ঘুরে দেখছে আইসিসির সদস্যরা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আগামী অক্টোবর মাসের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারতের মাটিতে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ৷ খেলা চলবে নভেম্বর মাস পর্যন্ত৷ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার জন্য মাঠগুলিকে ঠিকভাবে তৈরী করা হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য আইসিসির সদস্যরা নেমেছেন মাঠ পরিদর্শনে৷

দক্ষিণ ভারতের চেন্নাই, বেঙ্গালুরু, তিরনন্তপুরম, মুম্বইয়ের ওয়াংখেড়ে ও আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম খতিয়ে দেখছে তারা৷ আমদাবাদে বিশ্বকাপের ফাইনাল হবে৷ এই মাঠেই ভারত পাকিস্তান ম্যাচও হবে৷ ওয়াংখেড়েতে ভারতেরম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ একটি সেমিফাইনালও হবে সেখানে৷ চেন্নাই ও বেঙ্গালুরুতেও ভারতের খেলা রয়েছে৷ এ ছাড়া পাকিস্তানও খেলবে সেই দুই মাঠে৷ তাই এই সব মাঠ খতিয়ে দেখেছে আইসিসির দল৷

ভারতের ১০টি ম্যাচে বিশ্বকাপের গ্রুপ ও নক আউটের ম্যাচ হবে৷ প্রস্তুতি ম্যাচ হবে আরও দু’টি মাঠে৷ এই ১২টি মাঠই ঘুরে দেখবেন আইসিসির আধিকারিকেরা৷ পিচ, আউটফিল্ড থেকে শুরু করে গ্যালারির সুযোগ সুবিধা ও মাঠের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখবেন তারা৷ তার পরে  ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে একটি রিপোর্ট দেবেন৷ সেই কাজ শুরু হয়ে গিয়েছে৷ প্রথম পর্যায়ে পাঁচটি মাঠ ঘুরে দেখেছেন তারা৷

১০টি দলের মধ্যে প্রতিযোগিতা৷ গ্রুপ স্তরে প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে৷ সেখান থেকে চারটি দল যাবে সেমিফাইনালে৷ ভারত আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলছে৷ বিশ্বকাপের আগে এশিয়া কাপ ও তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে নিজেদের প্রস্তুতি সারবেন রোহিতরা৷