‘আমরা বাঙালী’র রাখীবন্ধন  উৎসব  ও এন. আর. সির  প্রতিবাদে  সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিপুল উৎসাহ ও  উদ্দীপনায়  গত ২৬শে  অগাষ্ট রাখী পূর্ণিমা  উপলক্ষ্যে ‘আমরা বাঙালী’ দক্ষিণ  কলকাতা শাখার  উদ্যোগে  রাখীপূর্ণিমা  উৎসব  পালনের মাধ্যমে একটি সম্প্রীতির  বার্র্ত দিয়ে  বেহালা  সখের বাজার  অঞ্চলে  পথচারীদের  হাতে রাখী  পরিয়ে দেন সংঘটনের  সদস্য-সদস্যাবৃন্দ৷এরপরই  সদস্য-সদস্যাবৃন্দ অসমে  এন.আর.সির- নামে  বাঙালীদের  বিদেশী চিহ্ণিত  করার  প্রতিবাদে  জনসভা করেন৷

জনসভায়  বক্তব্য  রাখেন  আমরা বাঙালীর  কলকাতা জেলা সচিব  হিতাংশু  ব্যানার্জী , সুনীল  চক্রবর্তী , সুধীর গুপ্ত, অরূপ মজুমদার, বাপী পাল, জ্যোতিবিকাশ সিন্হা, শৈলেন  মোদক প্রমুখ৷ সভার  শুরুতে  স্পান্দনিক শিল্পগোষ্ঠীর  পক্ষে  সংগীত  পরিবেশন  করেন শঙ্কর সরকার, স্বাগতা ব্যানার্জী ও হিতাংশু ব্যানার্জী৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির  সদস্য শ্রী জয়ন্ত দাস৷