আনন্দনগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর ঃ গত ২০শে জানুয়ারী আনন্দনগরে ‘বাবার স্মারকভবনে’ তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অখণ্ড কীর্ত্তনের পর বাবার প্রবচন থেকে স্বাধ্যায় করে শোনান আচার্য দেবপ্রেমানন্দ অবধূত৷ মিলিত সাধনার পর সাধনা ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন আচার্য দেবাত্মানন্দ অবধূত৷ সবশেষে সকলকে প্রসাদ প্রদান করা হয়৷

সরজুমহাতু ঃ ২০শে জানুয়ারী ওই একই দিনে সরজুমহাতুতেও অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনা, গুরুপূজার পর কীর্ত্তন মাহাত্মের ওপর বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য নারায়ণানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ উপস্থিত ভক্তজনের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷