আনন্দনগরে বসন্তোৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫শে মার্চ’২৪ আনন্দনগরে বসন্তোৎসব সাড়ম্বরে পালিত হয়৷ এই উপলক্ষ্যে ২৪শে মার্চ সকাল সাড়ে দশটা থেকে ২৪ঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম সংকীর্ত্তনের শুভারম্ভ হয়৷ ২৫শে মার্চ নাম-সংকীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধাণ, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও বসন্তোৎসবের তাৎপর্য ব্যাখ্যা করা হয়৷ অতঃপর সকলেই গুরুদেবের প্রতিকৃতিতে রঙ-আবীর অর্পণ করেন৷ ছোটরা বড়দের চরণে আবীর দিয়ে প্রণাম করে ও বড়রা ছোটদের আশীর্বাদ প্রদান করেন৷ পরিশেষে সকলে পুরুষ ও মহিলারা পৃথকভাবে নিজেদের মধ্যে আবীর খেলা করে৷ অবশেষে মিলিত আহারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়৷