আনন্দনগরে  দীপাবলী উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭ই নবেম্বর  আনন্দনগরের  গিরিজানন্দ  ডিহি নোয়াহাতু  আনন্দমার্গের চক্রনেমীতে  (মাষ্টার ইয়ূনিট) তিন ঘন্টা ব্যাপী  বাবা নাম কেবলম্ কীর্ত্তন  অনুষ্ঠিত  হওয়ার  পর সাধনা ও গুরুপূজা হয়৷  এরপর  আচার্য দেবাত্মানন্দ  অবধূত স্বাধ্যায় করেন৷ দীপাবলী  অনুষ্ঠানের  তাৎপর্যের  ওপর বক্তব্য রাখেন  আচার্য মোহনানন্দ অবধূত, আচার্য  নারায়ণানন্দ  অবধূত  ও আচার্য প্রবুদ্ধানন্দ  অবধূত৷  তাঁদের  বক্তব্যের  মূল কথা  ছিল, দীপাবলী  কেবল বাইরের  দীপ  জ্বালানো  নয়,  মনের  আত্মার  দীপ  জ্বালানো৷ সেটাই  প্রকৃত  দীপাবলী৷

আনন্দমার্গের  ঝালদা  ও অন্যান্য ইয়ূনিট  থেকে মার্গী ভাই-বোনেরাও এই অনুষ্ঠানে যোগদান করেন৷

চক্রনেমীর  অধ্যক্ষ আচার্য বিশ্বতীর্থানন্দ  অবধূত   ও দিব্যপ্রকাশানন্দ  অবধূতের  উদ্যোগে  প্রীতিভোজের  আয়োজন করা হয়৷