অসমে  বাঙালী  নির্যাতনের প্রতিবাদে  ‘আমরা বাঙালী’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অসমে নূতন নাগরিকপঞ্জী তৈরীর  নাম করে প্রায়  ৪০ লক্ষ বাঙালীর নাগরিকত্বহরণ  করে’ তাদের বিতাড়নের  চক্রান্তের  বিরুদ্ধে  গত ১৯শে সেপ্টেম্বর  ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে উত্তর কলকাতার শ্যামবাজারের নিকটে বল্লভপুর ষ্ট্রীট থেকে এক  প্রতিবাদ  মিছিল বোরোয়৷ এই  মিছিল বিধান সরণী হয়ে  বিভিন্ন  শ্লোগান  দিতে দিতে স্বামী বিবেকানন্দের  বাড়ীর  সামনে  এসে  পৌঁছায় ও এখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়৷ এই পথসভায় বক্তব্য রাখেন  আমরা  বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়, গুয়াহাটি হাইকোর্টের  এ্যাডভোকেট  নজরুল  ইসলাম, জয়ন্ত দাশ, অরুণ ভট্টাচার্য, উজ্জ্বল ঘোষ  প্রমুখ৷

বক্তারা তাঁদের  বক্তব্যে  বলেন,  এটা খুবই বিস্ময়জনক  যে, যে বাঙালীরা  ভারতের  স্বাধীনতা  সংগ্রামে  সবচেয়ে  বেশী রক্ত  দিয়েছে, সেই বাঙালীদেরই আজ  অসম, ত্রিপুরা, মণিপুর---সর্বত্র  বিদেশী তক্মা দিয়ে  চরমভাবে নির্যাতন  করা হচ্ছে ও  দেশ থেকে তাড়ানোর  চেষ্টা  চলছে৷  স্পষ্টতই বাঙালীদের বিরুদ্ধে একটা  বিরাট ষড়যন্ত্র চলছে৷ সমস্ত বাঙালীদের  ঐক্যবদ্ধভাবে  এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে  হবে৷

পথসভার শুরুতে গান গেয়ে শোণান সাধনা গোলদার৷  হিতাংশু বানার্জীর অক্লান্ত পরিশ্রমের ফলে ‘আমরা বাঙালী’র এই মিছিল ও পথসভা সাফল্যমণ্ডিত হয়৷